নানান কাজের কারণে, কোথাও বেড়াতে গেলে অথবা পথ চলতে প্রায়শই আমাদের পরিচয় হয় নতুন নতুন মানুষের সাথে। প্রথম আলাপে অস্বস্তি থাকাটাই স্বাভাবিক। যেমন অনেকেই বুঝে উঠতে পারেন না কেমন করে কথা বলবেন বা কীভাবে আলাপ এগিয়ে নিয়ে যাবেন। কেউ আবার সামান্য আলাপেই সবিস্তারে নিজের কথা বলে বসেন। সমস্যা এড়াতে জেনে রাখুন নতুন কারো সাথে পরিচয় হওয়ার সময় ঠিক কী
বলবেন, কতটা বলবেন আর কী রকম হওয়া উচিত আপনার ব্যবহার -
*নতুন কারো সাথে পরিচয় হলে তাঁকে সালাম দিন অথবা হ্যান্ডশেক করুন। বয়স বিশেষে 'হাই' বা 'হ্যালো'ও বলতে পারেন।
*কথাবার্তায় নিজের ভঙ্গিমা ধরে রাখুন। কারণ কথাতেই আপনার চরিত্র ও চিন্তাভাবনার প্রতিফলন ঘটে। এক্ষেত্রে কাউকে অনুকরণ বা অনুসরণ করবেন না।
*আচরণ ও ব্যবহার সংযত রাখুন। গলার স্বরে শান্ত ও সাবলীল ভাব বজায় রাখুন। নতুন পরিচয়ের ক্ষেত্রটি যদি প্রফেশনাল হয় তাহলে আপনার ব্যবহারও প্রফেশনাল হওয়া উচিত।
*আগে থেকে জানা থাকলে, বিশেষ করে কর্মক্ষেত্রের প্রয়োজনে কারো সাথে পরিচয় হওয়ার কথা থাকলে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে সচেতন থাকুন।
*কথা বলার সময় মনোযোগ দিন। এদিক-ওদিক তাকাবেন না।
*কথা বলার ফাঁকে তাঁর পছন্দ-অপছন্দ সম্পর্কে জেনে নিন। এতে কথা চালিয়ে যেতে সুবিধা হবে। একে অপরকে জানা-বোঝার ক্ষেত্রে সুবিধা হবে।
*কথা বলার বিষয় এমন বেছে নিন যাতে দুজনে সহজেই কথা চালিয়ে যেতে পারেন। যেমন - সেদিনের আবহাওয়া, যানজট, সাম্প্রতিক গান বা সিনেমা ইত্যাদি।
*কথা বলার সময় জড়সড় ভাব বা অস্বস্তি রাখবেন না। কথা বলার সময় হাত কচলানো বা ঢোক গেলা অত্যন্ত অশোভন।
*প্রথমেই ব্যক্তিগত বিষয়ে আলাপ শুরু করে দেবেন না। খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়াটাও ঠিক নয়।
*প্রফেশনাল ক্ষেত্রে নতুন পরিচয়ের সাথেই নিজের ব্যক্তিগত ফোন নম্বর, ঠিকানা দিয়ে দেবেন না।
*কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না।
*কারো কোনো কিছু খারাপ লাগলে সেটা নিয়ে সরাসরি মন্তব্য করবেন না। কিন্তু ভালো দিক নিয়ে অবশ্যই প্রশংসা করুন। তবে তা যেন অতিরিক্ত না হয়, ভারসাম্য বজায় রাখুন।
*সদ্য পরিচিত কারো সাথে অপরিচিত জায়গায় যাবেন না।
মনে রাখুন :
*পরিচয়ের প্রথমেই নিজের নামটা বলবেন।
*যাঁর সাথে পরিচয় হচ্ছে তাঁরও পুরো নাম জানতে চান এবং মনে রাখুন।
*অপর ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
*যথাসম্ভব গুছিয়ে ইতিবাচক ভঙ্গিতে কথা বলুন।
*নিজের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। নেতিবাচক দিকগুলো প্রথম দেখাতে না বলাই ভালো।
*একদমই এলোমেলো অবস্থায় থাকলে নতুন কারো সাথে পরিচিত হতে যাবেন না।
Tidak ada komentar: নতুন পরিচয় হলে
Posting Komentar