মেঘের ছায়ায় শহর ঢেকেছে, অথচ বৃষ্টির দেখা নেই। প্রিয়তমার দিকে তাকিয়ে কবির মনে হল তার প্রিয়ের, ‘চোখে গুমট অভিমানের আধাঁর চাদর টেনে আছে/ কি অদ্ভুত সেই দৃষ্টি, নিকেষ কালো অন্ধকার; শুন্যে মিলেছে ভাবলেশহীন চাহুনীতে’। মনে হল, একটু পরেই প্রিয়ের অভিমান আর কবির স্বপ্ন সাঁতার কাটবে দু’হাতে পদ্ম সরিয়ে। আর তখন, ‘জল নিমগ্ন দুটি জল কায়া, জল কলি করে খেলবে ভর দুপুরে। প্রহর গড়াবে, স্নান শেষে নগ্ন দেহে…’!
ছবি: অপর্ণা ঘোষ।
Tidak ada komentar: তৃষ্ণার জলে জলখেলা
Posting Komentar