Jumat, 07 Februari 2014

ছেলেদের দুষ্ট মেয়ে পছন্দের ৫টি কারণ

Sexy Hot Photos: ছেলেদের দুষ্ট মেয়ে পছন্দের ৫টি কারণ.
নানা কারনেই মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন পুরুষরা । কিন্তু দুষ্ট মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার বিশেষ কিছু কারণ আছে পুরুষদের। যা হয়ত অনেকেই জানেন না বা ভাবেন না। এ বিষয়ে পুরুষদের জিজ্ঞাসা করা হলে তাদের কাছ থেকে পাওয়া নানা রকম তথ্য খণ্ডিয়ে কিছু কারণ জানা যায়।

তন্মদ্ধে উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নে উল্লেখ করা হল :

অসাধারণ সেন্স অব হিউমার: পুরুষদের আসরে জুসি ল্যঙ্গোয়েজ আর ডার্টি জোকস্ থাকবেনা সেটা কি ভাবা যায়! এই পরিস্থিতিতে দুষ্টু প্রকৃতির মেয়েদের অসাধারণ সেন্স অব হিউমার প্রকাশ পায়। হাস্যরসের খানিকটা তাদেরও তো জানা। সুতরাং পাল্টা জুসি ল্যাঙ্গোয়েজ দিয়ে তারাও আসর জমাতে সক্ষম। নিজেকে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা তাদের মধ্যে দুর্দান্ত।

 যা প্রয়োজন তাই করবে: 

দুষ্টু প্রকৃতির মেয়েরা কখনোই বলবে না মিউজিকটা উচ্চস্বরে হয়েছে, ক্ষুধা লেগেছে অথবা তাদের ঠাণ্ডা কিংবা গরম লাগছে। তারা কথা বলে অথবা ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করতে পছন্দ করেন না। তারা উঠবে, রেডিওটা বন্ধ করবে, নিজের জন্য স্যান্ডউইচের ব্যবস্থা করবে, হ্যাঙ্গার থেকে নিজের জন্য জ্যাকেট নামিয়ে নেবে।

আকর্ষণীয় পোশাক: 

দুষ্টু প্রকৃতির মেয়েরা তাদের নিজস্ব স্বভাব গুণেই পুরুষদের চোখে নিজেদের আকর্ষণীয় করে তুলতে পারে। উল্লেখযোগ্য কারণ হলো পোশাক পরিচ্ছদ। তারা নিঃর্দ্বিধায় পুরুষদের চোখে আকর্ষণীয় সব উদ্দীপক পোশাক পড়তে পারে। পুরুষদের চোখে হাই হিল, সর্ট স্কার্ট ও সিস্নভলেস পোশাকের থেকে আকর্ষণীয় তো কিছু হতে পারে না।

চিন্তাশীলতায় সমমনা: 

দুষ্টু প্রকৃতির মেয়েরা মানসিক দিক দিয়ে পুরুষের অনেক কাছাকাছি চলে আসতে পারে। তারা পুরুষের প্রতিপক্ষ হতে পছন্দ করেন না। পুরুষরাও তাদের সঙ্গে নিজের মানসিকতাকে সম্পৃক্ত করতে অনেক সহজবোধ করেন। পুরুষরা তাদের কেবলমাত্র ভালোবাসার উপাদান হিসেবে নয় প্রকৃত বন্ধু হিসেবে পায়।

 স্ত্রী হিসেবে অনন্য: 

দুষ্টু মেয়েরা বেশির ভাগ পুরুষের কাছে স্ত্রী হিসেবে বিছানাতেও খুব দুষ্টু হিসেবে স্বীকৃত হয়েছেন। স্বামী-স্ত্রী দুজনের একান্ত সময়কে গুণগত মানসম্পন্ন করে তুলতে দুষ্টু প্রকৃতির মেয়ে কখনো কুন্ঠিত কিংবা লজ্জিত হন না। 

Related Posts: ছেলেদের দুষ্ট মেয়ে পছন্দের ৫টি কারণ

Tidak ada komentar: ছেলেদের দুষ্ট মেয়ে পছন্দের ৫টি কারণ

Popular Posts