Sabtu, 30 November 2013

পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়া কি উচিৎ হবে?

Sexy Hot Photos: পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়া কি উচিৎ হবে?.

বর্তমান যুগে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন, ব্রেকআপ, পুনর্মিলন ও তাড়াহুড়ো করে নতুন সম্পর্কে জড়ানো বেশ সাধারণ ঘটনা। সম্পর্কের টানাপোড়নে বিরক্ত হয়ে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকেই। ব্রেকআপের পর নতুন একটি সম্পর্কে অনেকটা জেদের বশেই জড়িয়ে পরেন। পরবর্তীতে পুরনো স্মৃতিগুলো যখন মনের দরজায় কড়া নাড়ে তখন পুরনো সম্পর্ককে আর একটিবার সুযোগ দেয়ায় কথা মাথায় আসে। 

কিন্তু কিভাবে বুঝবেন? পুরনো যে ভালোবাসার সম্পর্কটি আপনি ফেলে এসেছেন, সেটাকে দ্বিতীয়বার সুযোগ দেয়া কি উচিত হবে? কিংবা দিলে তা থেকে আপনি কী পাবেন? দ্বিতীয়বারের মতো সুযোগ দিলে আগের ঘটনাটির পুনরাবৃত্তি ঘটবে? নাকি আপনাদের ভালোবাসা সফলতা পাবে? তাই আজ রইলো একটি অন্যরকমের কুইজ। এই কুইজ আপনাকে সাহায্য করবে পুরনো প্রেমিক/প্রেমিকার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক হচ্ছে, নাকি বেঠিক! 

আপনি কি আপনার পুরনো সম্পর্কে আপনি কি প্রতারনা করেছিলেন অথবা আপনি কি প্রতারণার শিকার?

ক) হ্যাঁ, আমি অপর একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম/সে আমার সাথে প্রতারণা করেছিল।
খ) না। আমরা কেউ কাউকে প্রতারণা করি নি। সম্পর্কটি থেকে ভালোবাসা হারিয়ে গিয়েছিলো।
গ) না। শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারনে আমাদের ব্রেকআপ হয়।

আপনাদের ব্রেকআপের পেছনে প্রধান কারণ কী?

ক) প্রতারণা
খ) সম্পর্কটি আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না পারিবারিক/অন্যান্য কারণে।
গ) ভুল বোঝাবুঝি অতিমাত্রায় বেড়ে গিয়েছিল।

ব্রেকআপটি কি দুজনের সম্মতিতে হয়েছিলো?

ক) না, প্রতারনার ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে যোগাযোগ আপনা আপনিই শেষ হয়ে যায়।
খ) হ্যাঁ।
গ) নানান কারণে আমি ও সে ব্রেকআপের সিদ্ধান্তে সম্মতি দেই।

কি কারনে আপনি পুরনো সম্পর্কটিকে নিয়ে দ্বিতীয়বার ভাবছেন?

ক) আমি তার প্রতারনার কারণ জানতে চাই/তার সাথে প্রতারণা করা ঠিক হয়নি,তাকে দ্বিতীয়বার পেতে চাই।
খ) আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। তার অনুপস্থিতি খারাপ লাগে।
গ) আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালবাসতাম, তাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারছি না।

যদি আপনার বন্ধু-বান্ধব ও পরিবার জানতে পারেন আপনি আপনার পুরনো প্রেমিক/প্রেমিকাকে ফিরে পেতে চান তখন তাদের অনুভূতি কী রকম হবে?

ক) আমি মনে করি তারা বলবে আমার মাথা খারাপ হয়েছে, আবার কেন তাকে নিয়ে চিন্তা করছি।
খ) আমার ধারণা সবাই অনেক খুশি হবে, কারণ আমদের ব্রেকআপের ঘটনা শোনার পর তারা অনেক কষ্ট পেয়েছিল।
গ) সবাই প্রথমে বলবে আমি ভুল করতে যাচ্ছি আবার, কিন্তু পরে ঠিকই মেনে নেবে কারণ আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এবং তা সবাই জানে।

ফলাফলঃ

বেশিরভাগ ক্ষেত্রে ক হলেঃ

আপনার পুরনো প্রেমের সম্পর্কে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি ঠিক নয়। আপনি শুধুমাত্র নিজের একঘেয়েমী ও একাকীত্ব কাটানোর জন্য তার কাছে ফিরে যেতে চান। তাকে ভুলে যাওয়াই আপনার জন্য মঙ্গলজনক। সব ভুলে খুশি থাকার চেষ্টা করুন।

বেশিরভাগ ক্ষেত্রে খ হলেঃ

আপনারা একজন আরেকজনকে অনেক ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারেন না। আপনাদের প্রেমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সব কিছু ঠিক থাকলে আবার একজন আরেকজনকে সুযোগ দিয়ে দেখুন। ভালোবাসা প্রকাশ করতে শিখুন। তাহলেই সম্পর্ক এগিয়ে নিতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রে গ হলেঃ

আপনারা এখনো একজন আরেকজনকে অনেক ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে বিশ্বাসের অভাব। সব কিছু ঠিক থাকলে আবার একজন আরেকজনকে সুযোগ দিয়ে দেখতে পারেন। একে অপরের বিশ্বাস অর্জনের চেষ্টা করুন। জেদের বশে হুট হাট সিদ্ধান্ত নেবেন না। কোন সমস্যা হলে কথা বলে মিটমাট করার চেষ্টা করুন।

বেশিরভাগ ক্ষেত্রে খ ও গ হলেঃ

আপনারা দুজনেই বিভ্রান্ত। তাড়াহুড়া না করে আরও সময় নিন।

Related Posts: পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়া কি উচিৎ হবে?

Tidak ada komentar: পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়া কি উচিৎ হবে?

Popular Posts
Blog Archive